সভ্য দুনিয়ার অসভ্য সব কথা...

লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ১৯ জুলাই, ২০১৫, ০৫:৪৩:৩৩ বিকাল

✪✪✪ অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে

যখন ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষ

দেখে পূর্নিমার মা

ধর্ষকদের বলছিলো "বাবারা, আমার

মেয়েটা ছোট তোমরা একজন

একজন করে এসো, ও মরে যাবে। -

✪✪✪ আমাকে একফোটা পানি

দাও,তাকে বলা হল পানির বদলে

শরীরের ঘাঁম খা... ( মৃত্যু

পথযাত্রী সিলেটের রাজন)

- ✪✪✪ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে

চাই যে-ভাবেই হোক আমাকে বাঁচাও।

আমার দুধের সন্তানটার কি হবে??

(রাজনীতির আগুনে দগ্ধা হয়ে

এভাবেই বাঁচার আকুতি চিৎকার করে

জানিয়েছিলেন মৃত্যু পথযাত্রী গার্মেন্টস শ্রমিক শায়লা।)

-

✪✪✪ আমার সন্তান কে আমার বুকে

ফিরিয়ে দাও!! আমি আর কখনো

আসবোনা। তোমাদের পায়ে ধরি

আমাকে ছেড়ে দাও..... (অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত

হায়েনাদের পায়ে ধরে এভাবেই

আকুতি জানিয়েছিল

পহেলা বৈশাখে টিএসসির মোড়ে

লাঞ্চিত বোনটি।)

- ✪✪✪ ওরা আমাকে দুদিন আটকে রেখে

পালাক্রমে ধর্ষন করেছিল। হাতে

ধরেছি পায়ে ধরেছি কিন্তু আমাকে

তারা ছাড়েনি। বারবার

আমি জ্ঞান হারেয়েছি... (বুক ভরা

হাহাকার নিয়ে কেঁদে কেঁদে নালিশ করছিলো মেডিকেল

কলেজে পড়তে আসা কাশ্মীরের

ধর্ষিতা বোনটি।)

-

✪✪✪ অসভ্য ভারতীয়দের কাঁটাতারে

দুদিন ধরে ঝুলেছিল আমার বোন "ফেলানী"। ( তাঁর আত্মচিৎকার এই

অসভ্য মানবতার দুয়ারে কষাঘাত

করেনি...)

-

✪✪✪ আমাদেরকে জোর করে মৃত্যুর

দিকে ঠেলে দেয়া হলো। এ অর্থ লিপ্সু মালিকদের ঘৃণ্য রাজনীতির

বলি হলাম আমরা.... (রানা প্লাজার

শ্রমিকরা মৃত্যুর আগ পর্যন্ত

এভাবেই চিৎকার করেছিল।)

↼ ↼ ↼ ↼ ↼

না ভাই আমি আপনাকে আইয়ামে জাহিলিয়তের কোন রগ রগা কাহিনী

বলতেছিনা। তথাকথিত বুদ্ধিজীবীদের

বর্ণনা অনুযায়ী মধ্যযুগীয় কোন

বর্বরতার কথা

বলছিনা।

. বলছি এ সভ্য দুনিয়ার কথা...

.

বলছি এ বাংলাদেশের কথা...

.

বলছি আমার মায়ের হাহাকার,

. বলছি আমার বোনের আত্মচিৎকার এর কথা....

-

আমি একদল তরুন চাই যারা আমার

বোনের দিকে লালায়িত জিহ্বা টেনে

ছিড়ে ফেলবে.....

যারা আমার বোনের দিকে তাকিয়ে থাকা চক্ষু উপড়ে ফেলবে... যারা

আমার বোনের ধর্ষন কারীদেরকে

জীবন্ত কবর দিবে........

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330657
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
330681
১৯ জুলাই ২০১৫ রাত ০৯:০৮
আবু জারীর লিখেছেন : দেশটাকে ধর্মহীন সেকুলার আর নষ্ট বামেরা জাহান্নাম বানিয়ে ফেলেছে।
330707
২০ জুলাই ২০১৫ রাত ১২:১৩
কথার_খই লিখেছেন : আরো অপেক্ষা করছে....!
330783
২০ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : একজন ভাই তার বোনের এই রকম বিপদে এগিয়ে আসলেও বোনেরা কিন্তু ভাইয়ের বিপদে কখনই এগিয়ে আসে না । কারণ তার ভাইয়ের যে বিপদ একই রকম বিপদ সে আরেকজনের ভাইয়ের প্রতি সৃষ্টি করছে ।

বোনেরা যতদিন তার ভাইদের বিপদে একটিভলি এগিয়ে আসবে না ততদিন ভাইয়েরাও এসব করতে হেসিটেট করবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File